বরিশালে রেকর্ড বৃষ্টি, শহরে জলাবদ্ধতা

2 months ago 9

মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় বরিশালে একদিনে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দুই-তিনদিন এ বর্ষণ অব্যাহত থাকতে পারে। 

বুধবার (৯ জুলাই) দুপুরে কালবেলাকে এ তথ্য জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান।

তিনি বলেন, সমুদ্র বন্দরকে তিন নম্বর এবং নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও দুই-তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর আগের চব্বিশ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় জানিয়ে বলেন, বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। এটি মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত। বর্ষায় সাধারণত এভাবেই বৃষ্টি হয়।

বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী কালবেলাকে বলেন, প্রতিনিয়ত শহরের ড্রেনেজ ব্যবস্থা সক্রিয় রাখতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। বর্তমানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হচ্ছে, কারণ শহরের চেয়ে কীর্তনখোলা নদীর পানির উচ্চতা বেড়েছে। ড্রেন থেকে পানি নদীতে নামতে পারছে না। উল্টো নদী থেকে ড্রেন হয়ে পানি শহরে ঢুকছে।

এই কর্মকর্তা বলেন, ৫টি টিমে ১০০ কর্মী প্রতিদিন বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালায়। জলাবদ্ধতা নিরসনে শহরের খালগুলো পরিষ্কার করতে অধিক গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যে ভাটারখাল, জেলখাল, লাকুটিয়া খাল, কুদঘাটা খাল পরিচ্ছন্ন করা হয়েছে। আমাদের প্রচেষ্টা দ্রুত সময়ে ভোগান্তি লাঘব করা।

Read Entire Article