বর্ণাঢ্য আয়োজনে হাতিয়া ছাত্র ফোরাম ঢাকা’র ১০ বছর পূর্তি উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে ঢাকাস্থ নোয়াখালীর দ্বীপ হাতিয়ার শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন ‘হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা’র ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এতে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাতিয়ার গণ্যমান্য ব্যক্তিরা তাদের সুচিন্তিত বক্তব্য রাখেন।
শুক্রবার (০৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকার নতুন কমিটিও ঘোষণা করা হয়। এছাড়াও এতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া, কৃতি সংবর্ধনা ও সংগঠনের অতীত সাফল্য এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম, হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকা’র সভাপতি প্রফেসর ডা. মো. জাহেদুল আলম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক মোহাম্মদ তাজিব উদ্দিন প্রমুখ।
একটি সুন্দর ঐক্যবদ্ধ হাতিয়া গড়ার স্বপ্ন নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
দ্বীপ হাতিয়ার ৮ লাখ মানুষের সুখ দুঃখ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, দীর্ঘদিন ধরে হাতিয়ার মানুষ চরম অবহেলিত, নির্যাতিত ও নিষ্পেষিত। নেতা আসে-যায় কিন্তু এ অঞ্চলের ৮ লাখ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নেই।
এক্ষেত্রে হাতিয়ার সাধারণ মানুষদের দোষারোপ করে আব্দুল হান্নান মাসুদ আরও বলেন, আপনারা একদিকে নিজেদের উন্নতি চান অন্যদিকে নেতা নির্বাচন করার ক্ষেত্রে সমাজের সবচেয়ে খারাপ মানুষটাকেই নির্বাচিত করেন।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। একটি সমাজের নেতা হবে ওই অঞ্চলের সবচেয়ে শিক্ষিত, মার্জিত ও সুন্দর চরিত্রের মানুষটি। আপনারা যদি আমাকে প্রতিটি গ্রাম থেকে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে এমন সৎ যোগ্য ও শিক্ষিত মানুষ উপহার দিতে পারেন তাহলেই সম্ভব একটি সুন্দর হাতিয়া গড়ে তোলা। আমরা সবাই এক হয়ে কাজ করব।
হাতিয়ার মানুষের জন্য সুখবর দিয়ে তিনি আরও বলেন, ইতোমধ্যে হাতিয়ার ৮ লাখ মানুষের জন্য ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল অনুমোদন হয়েছে। খুব শিগগিরই হাতিয়া থেকে নোয়াখালীর মূল ভূখণ্ডে যাওয়ার নদী পথে ফেরির ব্যবস্থা করা হচ্ছে। হাতিয়ার তমরদ্দী ইউনিয়নের বেকের বাজার থেকে সোনাদিয়া ইউনিয়নের হিল্টন রোড পর্যন্ত দীর্ঘ প্রায় ১১ কিলোমিটার সড়ক মেরামতের টেন্ডার পাস হয়েছে। অতি দ্রুতই সেটার কাজ শুরু হবে। খবির মিয়া থেকে দাসের হাট পর্যন্ত সড়কের টেন্ডার পাস হয়েছে। শিগগিরই এটারও কাজ শুরু হবে। এ ছাড়া হাতিয়ার প্রধান সড়কের কাজ নিয়েও রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগে কথাবার্তা চলছে বলে জানান মাসুদ।
হান্নান মাসুদ বলেন, এ রকম ৩টিসহ মোট ৫টি সড়কের কাজ অতি শিগগিরই শুরু হবে। এ ছাড়া হাতিয়ার মানুষের দুঃখ খ্যাত ‘নদীভাঙন’ রোধে প্রায় ১০ কিলোমিটার জায়গা জুড়ে ব্লক বাঁধ দেওয়া হবে। প্রায় ১৮০০ কোটি টাকার ব্লক নির্মাণের কাজ শুরু হবে আগামী বছরেই। এটা প্রাথমিকভাবে ১০ কিলোমিটার পর্যন্ত কাভার করবে।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ছাত্ররা শিক্ষকের চেয়ে এগিয়ে গেলে এটা শিক্ষকদের জন্য গর্বের।
গণঅভ্যুত্থানে আব্দুল হান্নান মাসুদের ভূমিকা নিয়ে তিনি বলেন, আজকে একজনের কথা না বললে নয়। যিনি দেশের চরম ক্রান্তিলগ্নে গণমানুষের কণ্ঠ হয়েছিলেন, সেই হান্নান মাসুদের মাধ্যমে আমরা হাতিয়ার উন্নয়নের স্বপ্ন দেখছি।
তিনি আরও বলেন, মাসুদের মতো যারা হাতিয়ার মতো একটা দ্বীপ থেকে মূল ভূখণ্ডে এসে কৃতিত্বের স্বাক্ষর রাখছে আমরা এ মেধাবী তরুণদের দেখে আনন্দিত ও উচ্ছ্বসিত।