বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব
বর্তমান মাঠ প্রশাসন দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশাসনের সক্ষমতা নিয়ে এই ইতিবাচক মন্তব্য করেন। সচিবের মতে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঠিক পথে পরিচালনা নিশ্চিত করতে পারলে এবং তাদের মনোভাব ইতিবাচক থাকলে দায়িত্ব পালনে তারা শতভাগ সফল হবেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অভিজ্ঞতা কাজের মাধ্যমেই অর্জিত হয়। তবে কোনো কর্মকর্তার কাজে বিচ্যুতি দেখা দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের অভিযোগ আগেও ছিল এবং বর্তমানেও কেউ কেউ সংক্ষুব্ধ হয়ে অভিযোগ করতে পারেন। তবে কোনো প্রার্থীর যদি রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে আপত্তি থাকে, তবে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার পূর্ণ সুযোগ পাচ্ছেন। নির্বাচনের আগে প্রশাসনে বড় ধরনের রদবদলের সম্ভাবনা নাকচ করে দিয়ে ড. শেখ আব্দুর রশীদ জানান, আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা নেই। তবে নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে, তবে তারা যেকোনো ব্যবস্থা নিতে পার
বর্তমান মাঠ প্রশাসন দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশাসনের সক্ষমতা নিয়ে এই ইতিবাচক মন্তব্য করেন।
সচিবের মতে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঠিক পথে পরিচালনা নিশ্চিত করতে পারলে এবং তাদের মনোভাব ইতিবাচক থাকলে দায়িত্ব পালনে তারা শতভাগ সফল হবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অভিজ্ঞতা কাজের মাধ্যমেই অর্জিত হয়। তবে কোনো কর্মকর্তার কাজে বিচ্যুতি দেখা দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের অভিযোগ আগেও ছিল এবং বর্তমানেও কেউ কেউ সংক্ষুব্ধ হয়ে অভিযোগ করতে পারেন। তবে কোনো প্রার্থীর যদি রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে আপত্তি থাকে, তবে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার পূর্ণ সুযোগ পাচ্ছেন।
নির্বাচনের আগে প্রশাসনে বড় ধরনের রদবদলের সম্ভাবনা নাকচ করে দিয়ে ড. শেখ আব্দুর রশীদ জানান, আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা নেই। তবে নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে, তবে তারা যেকোনো ব্যবস্থা নিতে পারে। মাঠ প্রশাসনে কোনো ত্রুটি থাকলে সরকার তা সমাধানের চেষ্টা করবে বলেও তিনি আশ্বস্ত করেন।
বর্তমানে মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ শেষ করেছেন রিটার্নিং অফিসাররা। সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদন জমা নেওয়া হচ্ছে যা কমিশন পর্যায়ক্রমে নিষ্পত্তি করবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ভোটারদের মনে প্রশাসনের প্রতি আস্থা বজায় থাকে।
What's Your Reaction?