বর্তমান সরকার সবকিছুর পরিবর্তন করবে সেটা সম্ভব নয়: শিল্প উপদেষ্টা

2 months ago 42

 

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বর্তমান সরকার সবকিছুর পরিবর্তন করবে সেটি সম্ভব নয়। সরকারের উদ্দেশ হলো নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এরপর নতুন সরকার সব কাজকে এগিয়ে নেবে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের বন্ধ চিনি কলগুলোর মধ্যে অন্তত একটি চিনি কল হলেও চালু করা। এ সরকারের লক্ষ্য দেশে চিনির উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনা। দেশে চিনি কলগুলো আবারও সচল করা। একারণে এরই মধ্যেই ১২০ কোটি টাকা আখের মূল্য পরিশোধের জন্য দেওয়া হয়েছে। বাংলাদেশের পিছিয়ে পড়া এলাকাগুলোতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে এসে সবার জীবন উন্নয়ন করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র’র সভাপতিত্বে আরও বক্তব্য দেন— শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন প্রমুখ।

রেজাউল করিম রেজা/এমএএইচ/

Read Entire Article