প্রবাদে আছে ‘বিল দেখতে চলন, গ্রাম দেখতে কলম’। ষড়ঋতুর এই দেশে চলনবিল যেন প্রকৃতির এক বহুরূপী ক্যানভাস। ঋতুর পালাবদলে এর চেহারাও বদলায়। বর্ষায় এ বিল হয়ে ওঠে সৈকতের মতো বিশাল জলরাশির আধার, আর সেই রূপেই যেন ফেরে এর প্রকৃত জৌলুস।
বর্ষা মৌসুমে চলনবিল ভরে ওঠে অথই পানিতে। উথালপাথাল ঢেউয়ের সঙ্গে মিশে যায় আকাশের রং। শরতে যোগ হয় অপূর্ব সবুজের সমারোহ, হেমন্তে সোনালি ধানের সুবাসে মেতে ওঠে পুরো... বিস্তারিত