বর্ষা ঋতুতে হুটহাট বৃষ্টির মধ্যে পড়া খুবই সাধারণ সমস্যা সবার। এই সময়ে বাইরে যাওয়ার সময় প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিতে হয়। বর্ষায় একটু সতর্ক না হলে সঙ্গে থাকা জরুরি জিনিসপত্র ভিজে ক্ষতির কারণ হতে পারে। এ সময় ব্যাগে রাখতে পারেন এমন কয়েকটি জিনিস যেগুলো আপনাকে দেবে সুরক্ষা।
ব্যাগে কী কী রাখবেন, আসুন জেনে নেওয়া যাক-
ছাতা
বৃষ্টিতে ছাতা হলো পরম বন্ধু। ব্যাগের এক কোণায় একটি ছাতা রাখতে পারেন। অফিস বা ইউনিভার্সিটিতে যাওয়ার পথে হুট করে বৃষ্টি থেকে এটি আমাদের রক্ষা করবে। পথে আটকে থেকে সময়ও নষ্ট কম হবে। অনেকে পোশোকের সঙ্গে মিলিয়ে ছাতা কিনে থাকেন। এটা রুচির বড় পরিচায়ক। এখন বাজারে বাহারি সব ছাতা পাওয়া যায়। যা দেখতে বেশ সুন্দর এবং অনায়াসে বহনযোগ্য। এছাড়া মানসম্পন্ন ফ্যাশনেবল ফোল্ডিং ছাতা কিনতে পারেন। ছাতা গুলো বেশ স্টাইলিশ ও ছোট হওয়ায় খুব সহজে কাজ শেষে ব্যাগে মুড়িয়ে রাখা যায়।
রেইনকোট বা বর্ষাতি
বর্ষাকালে রেইনকোট একটি প্রয়োজনীয় অনুষঙ্গ। বেশি বৃষ্টির সময়ে ছাতা থাকলে ভিজে যাওয়ার ভয় থাকে। এমন অবস্থায় রেইনকোট হতে পারে সবচেয়ে ভালো সমাধান। বিশেষ করে যারা মোটরবাইক বা সাইকেলে চলাফেরা করেন, তাদের জন্য রেইনকোট খুবই জরুরি। বাজারে নানা ধরনের রেইনকোট কিনতে পাওয়া যায়। নিজের মাপ মিলিয়ে ফ্যাশনেবল রেইনকোট কিনতে পারবেন। তবে রেইনকোটের ডিজাইন দেখার আগে খেয়াল রাখতে হবে এর ফেব্রিকের দিকে।
আরও পড়ুন
তোয়ালে ও টিস্যু
বৃষ্টির পানি গায়ে লাগতেই পারে। সামান্য হলেও লাগবে। সেজন্য হ্যান্ড টাওয়েল আর টিস্যু রাখুন সঙ্গে। ছোট তোয়ালে থাকলে চুল বা শরীর ভিজে গেলে দ্রুত মুছে নিতে পারবেন। এগুলো পানি শোষণ করতে সক্ষম বলে শুকিয়ে যায় সহজে।
পানি নিরোধক জুতা বা স্যান্ডেল
বর্ষায় পানি ও কাদা থেকে পা বাঁচাতে সঙ্গে রাখতে পারেন পানি নিরোধক রাবার বা প্লাস্টিকের জুতা। পিচ্ছিল রাস্তায় স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। বিভিন্ন স্টাইলের পানিরোধী বুট বা স্যান্ডেল পাবেন বাজারে।
পানিরোধী ব্যাগ
বর্ষায় ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে নাইলন বা প্লাস্টিকের মতো পানিরোধী উপকরণে তৈরি ব্যাগ ব্যবহার করতে পারেন। এতে মোবাইল, ঘড়ি, বই, খাতা, গুরুত্বপূর্ণ কাগজ নিরাপদ থাকবে।
অতিরিক্ত পলিথিন
বৃষ্টির সময়ে আপনার মূল্যবান জিনিসগুলো ভিজে যাওয়া থেকে রক্ষা করতে অতিরিক্ত পলিথিন সঙ্গে রাখতে পারেন। এগুলো সাধারণত স্বচ্ছ আর ওজনে হালকা বিভিন্ন আকারে পাওয়া যায়। হঠাৎ বৃষ্টি শুরু হলে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পানি থেকে রক্ষা করবে।
সঙ্গে রাখুন সুগন্ধি
বর্ষাকালে বৃষ্টির পর ভ্যাপসা গরম হতে পারে। তখন হয় ঘাম। তাই ব্যাগে পারফিউম রাখা খুব জরুরি। ঘামে, বৃষ্টির পানিতে ভিজে গেলে দুর্গন্ধ এড়াতে এটি খুবই প্রয়োজনীয়।
এসএকেওয়াই/কেএসকে/এমএস