বছরের প্রতিটা দিনই মায়ের দিন। তবু, আন্তর্জাতিক মাতৃদিবসে বিশেষ ভাবে মায়েদের জন্য উদ্যাপন করার সুযোগ পেয়ে তা হাতছাড়া করেন না আমজনতা। বাদ যান না তারকারাও। এই দিনটি মায়েদের সঙ্গে উদ্যাপনের সুযোগ ছাড়েন না তারা। যদিও বলিউডের এমন কয়েকজন তারকা রয়েছেন যাদের ধ্যানজ্ঞান হচ্ছে তাদের মা। তারা মায়ের কথায় ওঠেন-বসেন। কেউ আবার প্রেমিকার মধ্যে খোঁজেন মায়ের গুণ। কেউ আবার মায়ের মন রাখতে ভেঙে দিয়েছেন... বিস্তারিত