বশেমুরবিপ্রবির নতুন প্রক্টর আরিফুজ্জামান রাজীব

2 months ago 30

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব। একইসঙ্গে পাঁচজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ড. আরিফুজ্জামান রাজীবকে প্রক্টর এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আইরিন পারভিন, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক আসিফ খালেদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক গোলাম সরোয়ার এবং ইতিহাস বিভাগের প্রভাষক মুজাহিদুল ইসলামকে সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

এসআর/এমএস

Read Entire Article