দিনাজপুরের কাহারোল উপজেলার বীরগঞ্জ-কাহারোল সড়কে চলাচলে বেপরোয়া ড্রাম ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় হতদরিদ্র এক পরিবারের বসতবাড়িতে। এ ঘটনায় ইসমত আরা বেগম (২২) নামের এক প্রসূতি গৃহবধূ গুরুতর আহত হন।
রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় কাহারোল উপজেলার সুন্দইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রোববার রাতে উপজেলার সুন্দইল গ্রামের মাতিন রহমানের ছেলে মো. সুজন তার স্ত্রী ইসমত আরা বেগম ও পাঁচ মাসের কন্যা সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে তার টিনের বেড়ার ঘরে অতর্কিত ড্রাম ট্রাকটি ঢুকে পড়ে। এতে ঘুমিয়ে থাকা ইসমত আরা বেগমের বাম পা ট্রাকটির চাকায় পিষ্ট হয়। এ ছাড়াও ট্রাকটি বৈদ্যুতিক পিলারে আঘাত হানলে, পিলার ভেঙে বৈদ্যুতিক ট্রান্সফরমার ঝুলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
এলাকাবাসী জানায়, বৈদ্যুতিক পিলারটি না থাকলে একাধিক বসতভিটায় ড্রাম ট্রাকটি ঢুকে ব্যাপক জানমালের ক্ষতি হতো। তৎক্ষণাৎ গুরুতর আহত অবস্থায় ইসমত আরাকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
কাহারোল থানার ওসি মো. রুহুল আমিন কালবেলাকে জানান, ড্রাম ট্রাকটি থানা হেফাজতে রয়েছে, মামলা প্রক্রিয়াধীন।