বসুন্ধরার প্রশিক্ষণ ও সেলাই মেশিনে চা কন্যাদের নয়া স্বপ্ন

3 months ago 59
তাঁদেরঅনেকের দিন কাটে একবেলা পান্তা ও চানাচুর মেশানো চায়ের ভর্তা আহার করে। কারো কারো একবেলার আহারও জোটে না অনেক দিন। নিন্মআয় আরও নিন্ম জীবনযাত্রায় অভ্যস্তচা শ্রমিক সন্তানদেরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখার সাহস পায়নি। তবে এমনঅবহেলিত ২০ জন চা শ্রমিক তরুণীর জীবনধারায় নতুন স্বপ্ন যোগ করল বসুন্ধরা শুভসংঘের তিন মাসের প্রশিক্ষণ ও একটি করে সেলাই মেশিন প্রদান। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের এসব তরুণীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপদেশের শীর্ষ স্বেচ্ছাসেবী সংগঠন শুভসংঘ তাদের তিন মাসের প্রশিক্ষণ
Read Entire Article