বসুন্ধরার সেলাই মেশিন চা-শ্রমিক কন্যাদের
তাদের অনেকের দিন কাটে অর্ধাহার-অনাহারে। এরকম ২০ জন চা-শ্রমিক কন্যাকে তিন মাস প্রশিক্ষণ শেষে মিনামূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ চাবাগানের এসব তরুণীর হাতে গতকাল সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চা কন্যা খাইরুন আক্তার বলেন, বসুন্ধরা গ্রুপের মতো অন্যরাও চা শ্রমিকের পাশে দাঁড়ালে তাদের জীবনটা নতুনভাবে সাজাতে পারবেন। বসুন্ধরা গ্রুপের কাছে প্রত্যাশা লালচান্দ চাবাগানের মতো অন্য বাগানগুলোর সুবিধাবঞ্চিত শ্রমিকের পাশে থাকবে তারা। লালচান্দ চা শ্রমিক পরিবারের তরুণী তৃষ্ণা রায়