বস্তা পরিবর্তন করে মজুত, ১২৫ বস্তা সরকারি চাল জব্দ
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসনের অভিযানে চাতালের গোডাউন থেকে ১২৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর পশ্চিমপাড়াতে মো. আব্দুল মোমিন তালুকদারের চাতালের গোডাউনে সরকারি চাল মজুতকৃত অবস্থায় পাওয়া যায়। অভিযানকালে গোডাউনে সরকারি লোগোযুক্ত ১০ বস্তা চাল, সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তা এবং ১০৫টি প্লাস্টিকের বস্তায় সরকারি চাল পাওয়া যায়। খালি বস্তাগুলোর চাল এসব প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে বলে শনাক্ত করেন।
এদিকে ঘটনাস্থলে গোডাউনের মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লিখিত মালপত্রসহ দুটি গোডাউন রুম সিলগালা করে সোনামুখি ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলাম খানের জিম্মায় প্রদান করা হয়েছে।