খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে জনগণের বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও অকুতোভয় মুখপত্র হিসেবে কাজ করছে। সাংবাদিকতা জগতে নির্ভীক ও সত্যনিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশকারী দৈনিক কালবেলা তিন বছর পূর্ণ করছে এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কালবেলা খুলনা ব্যুরো প্রধান বশির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার ব্যুরোর মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট তানভীর আহমেদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি মো. আসাদুল ইসলাম, দাকোপ উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান ও খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল কামা রমিন।
উপাচার্য ড. রেজাউল করিম বলেন, সময়ের সাহসী সাক্ষী হয়ে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ, চিন্তাশীল বিশ্লেষণ এবং সমাজমুখী সাংবাদিকতা চর্চা করে চলেছে, যা আমাদের গণমাধ্যম অঙ্গনের জন্য গর্বের বিষয়। বর্তমান তথ্য প্রবাহের যুগে সংবাদপত্র শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়, এটি জাতির বিবেক, গণতন্ত্রের রক্ষক এবং উন্নয়নের অগ্রদূত।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়। এতে বক্তারা কালবেলার সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানান। এ সময় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালির আয়োজন করা হয়। র্যালিতে কালবেলার সাংবাদিক, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতারা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক বলেন, তরুণ সমাজের কাছে ইতিবাচক বার্তা পৌঁছানো, জাতির ভবিষ্যৎ নির্মাণে সৎ, সাহসী ও সুস্থ সাংবাদিকতা চর্চা করার ক্ষেত্রে দৈনিক কালবেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পত্রিকাটি ভবিষ্যতেও নিরপেক্ষতা, নৈতিকতা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথচলা অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা করি।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাইদ, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জামায়াতের খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা মহানগরীর জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগরীর শিবির সেক্রেটারি রাকিব হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন, আলহাজ আব্দুল সালাম, আব্দুল মান্নান, মো. আব্দুর রশিদ, মাহদী হাসান মুন্না ও মিরাজুল ইসলাম প্রমুখ।
খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক এনামুল হক, সদস্যসচিব রফিউল ইসলাম টুটুলসহ উপস্থিত ছিলেন হাসান হিমালয়, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, আব্দুল্লাহ আল মামুন রুবেল, রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা, মোস্তফা জামাল পপলু, একরামুল হোসেন লিপু, অভিজিৎ পাল, কামাল মোস্তফা, তানজীম আহমেদ, শেখ আল এহসান, বেলাল হোসেন সজল প্রমুখ।