ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর সাম্য হত্যার প্রতিবাদ ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বহিরাগত মুক্ত ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) মানববন্ধন করেছে।
সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টায় প্রক্টর অফিসের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য পড়ে শোনান আব্দুল কাদের।
এ সময় কাদের বলেন, আমাদের নারী শিক্ষার্থীরা সবসময় আতঙ্কে থাকেন যে ক্যাম্পাসে কখন কোন বহিরাগত, মাদকাসক্ত, ভবঘুরে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, অপ্রত্যাশিত ইঙ্গিত, ইশারা ইত্যাদির মাধ্যমে যৌন হয়রানির চেষ্টা করে। এমনকি নারী শিক্ষার্থীদের গলা টিপে ধরার মতো দুঃসাহসের ঘটনাও ইতোপূর্বে ঘটেছে বলে দাবি করেন তিনি।
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের হলের সামনে দুই শিফটে সকাল ছয়টা থেকে সকাল দশটা ও সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত দুইজন করে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্য নিয়োগের দাবি জানান কাদের।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তথাকথিত কিছু ছাত্র সংগঠন এই বহিরাগত, মাদকাসক্ত ভবঘুরেদের প্রশ্রয় দিয়ে থাকে। বহিরাগত নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্য সংখ্যা বাড়ানো যেতে পারে।
এফএআর/জেএইচ/জেআইএম