বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যে লেখক, গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমকে সদস্য সচিব করে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজনের সমন্বয়ে ১৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি বাংলা একাডেমির আইন, প্রবিধানমালা, কাঠামো, কার্যক্রম ইত্যাদি পর্যালোচনা করে এর সার্বিক উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ করবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। বাংলা একাডেমি এই কমিটির সব ধরনের সাচিবিক সহায়তা দেবে।
কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সব কার্যক্রম সম্পাদন করে সুপারিশ দিতে বলা হয়েছে। সোমবার (৭ জুলাই) সরকারি তথ্য বিবরণীতে এসব তথ্য জানা গেছে।
- আরও পড়ুন
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা
মালয়েশিয়া সফরে আটক বাংলাদেশিদের নিয়ে আলোচনার ইঙ্গিত উপদেষ্টার
কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, অধ্যাপক, গবেষক ও লেখক সলিমুল্লাহ খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক সুমন রহমান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, কবি ব্রাত্য রাইসু, কবি মাহাম্মদ রোমেল, কবি ও চিত্র পরিচালক মাহবুব মোর্শেদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এমডি লতিফুল ইসলাম শিবলী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আফসানা বেগম।
আরও রয়েছেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আল মামুন, অধ্যাপক, লেখক ও বুদ্ধিজীবী সাখাওয়াত টিপু, কবি, প্রাবন্ধিক ও গবেষক রিফাত হাসান, লেখক ও বুদ্ধিজীবী এহসান মাহমুদ, কথাসাহিত্যিক কাজী জেসিন, কবি আহমাদ মোস্তফা কামাল, বাংলাদেশ ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটির অধ্যাপক জাভেদ হুসেন এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গবেষণা বিশেষজ্ঞ লেখক ও অনুবাদক সহুল আহমদ মুন্না।
এমইউ/কেএসআর