বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (৩৫তম ব্যাচ) ৪র্থ কমিটি গঠন

1 day ago 5

উপজেলা নির্বাহী অফিসার, সাভার, ঢাকা মো. আবুবকর সরকারকে সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার, গোপালপুর, টাঙ্গাইল, মো. তুহিন হোসেন কে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (৩৫তম ব্যাচ) ৪র্থ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের একটি সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (৩৫তম) ব্যাচের দপ্তর সম্পাদক আরাফাত মোহাম্মদ নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সাধারণ সভা পরিচালনা করেন বিদায়ী কমিটির সভাপতি এবিএম আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাপুর, টাঙ্গাইল।

এছাড়াও নবগঠিত কমিটির অন্য পদগুলো হলো : 

সাংগঠনিক সম্পাদক মোছা. আকলিমা বেগম, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগে ন্যস্ত। কোষাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, ইউএনও, বন্দর, নারায়ণগঞ্জ। দপ্তর সম্পাদক আরাফাত মোহাম্মদ নোমান, ইউএনও, নাগরপুর, টাঙ্গাইল।

সভায় দ্রুততম সময়ের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি করতে দায়িত্ব দেওয়া হয়।

নবগঠিত এ কমিটি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করে।

Read Entire Article