বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসির বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়

বাংলাদেশ বিশ্বকাপে ভারতে না খেলার ইস্যুতে বেশ বিপাকে আইসিসির সভাপতি জয় শাহ। বিসিবি ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসিতে যে আবেদন করেছে, তার কোনো আনুষ্ঠানিক উত্তর দেয় নি আইসিসি। বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের মধ্যে যে অস্বস্তিকর টানাপোড়েন তৈরি হয়েছে, তা এখন আইসিসির জন্য এক কঠিন পরীক্ষায় রূপ নিয়েছে। সেই পরীক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারতীয় গণমাধ্যমের দাবি, রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বৈঠক করবেন আইসিসি সভাপতি জয় শাহ। মূলত, বাংলাদেশ ইস্যুই এই বৈঠকের মূল আলোচ্য বিষয়। জানা গেছে, টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে আসতে অনীহার যে তাৎক্ষণিক সমস্যা তৈরি হয়েছে, তার সমাধান খুঁজে বের করাই এ বৈঠকের লক্ষ্য। বিসিবির দেয়া চিঠির জবাব এখনও আনুষ্ঠানিকভাবে দেয়নি আইসিসি। প্রথমে তারা অভ্যন্তরীণভাবে বিষয়টি পর্যালোচনা করতে চায়। যেখানে বিসিসিআই এবং আইসিসির ব্যবস্থাপনা দলের মাঝে পুরো টুর্নামেন্ট এবং নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।  বাংলাদেশ কেন নিজেদের উপেক্ষিত মনে করছে এবং কী কারণে আশ্বাসগুলো তাদের কাছে যথেষ্ট ম

বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসির বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়

বাংলাদেশ বিশ্বকাপে ভারতে না খেলার ইস্যুতে বেশ বিপাকে আইসিসির সভাপতি জয় শাহ। বিসিবি ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসিতে যে আবেদন করেছে, তার কোনো আনুষ্ঠানিক উত্তর দেয় নি আইসিসি। বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের মধ্যে যে অস্বস্তিকর টানাপোড়েন তৈরি হয়েছে, তা এখন আইসিসির জন্য এক কঠিন পরীক্ষায় রূপ নিয়েছে। সেই পরীক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

ভারতীয় গণমাধ্যমের দাবি, রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বৈঠক করবেন আইসিসি সভাপতি জয় শাহ। মূলত, বাংলাদেশ ইস্যুই এই বৈঠকের মূল আলোচ্য বিষয়।

জানা গেছে, টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে আসতে অনীহার যে তাৎক্ষণিক সমস্যা তৈরি হয়েছে, তার সমাধান খুঁজে বের করাই এ বৈঠকের লক্ষ্য। বিসিবির দেয়া চিঠির জবাব এখনও আনুষ্ঠানিকভাবে দেয়নি আইসিসি। প্রথমে তারা অভ্যন্তরীণভাবে বিষয়টি পর্যালোচনা করতে চায়। যেখানে বিসিসিআই এবং আইসিসির ব্যবস্থাপনা দলের মাঝে পুরো টুর্নামেন্ট এবং নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। 

বাংলাদেশ কেন নিজেদের উপেক্ষিত মনে করছে এবং কী কারণে আশ্বাসগুলো তাদের কাছে যথেষ্ট মনে হয়নি তা চিহ্নিত করাই এই বৈঠকের অন্যতম মূল লক্ষ্য। বাংলাদেশকে দেওয়া আইসিসির আগের বার্তাগুলো কি শুধু দাপ্তরিক ভাষায় বলা ছিল, সেখানে সহমর্মিতার ঘাটতি ছিল কি না এসব প্রশ্নেরও উত্তর খোঁজা হতে পারে জয় শাহ-আইসিসির বৈঠকে।

বর্তমান প্রেক্ষাপটে আইসিসির চেয়ারম্যান জয় শাহর ভূমিকা অত্যন্ত সংবেদনশীল। তাকে এখানে ভারতীয় ক্রিকেট প্রশাসনের প্রতিনিধি হিসেবে নয়, বরং বৈশ্বিক ক্রিকেটের নিরপেক্ষ অভিভাবক হিসেবে কাজ করতে হবে। এই সংকটের নিষ্পত্তি কীভাবে হয়, সেটিই এখন দেখার বিষয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow