বাংলাদেশ একাদশে চার পরিবর্তন, নেই সেঞ্চুরিয়ান ইমন!

3 months ago 41

আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২৭ রানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন ছিল অবশ্যম্ভাবী। কারণ, পেসার মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচ খেলেই চলে গেলেন ভারতে আইপিএল খেলতে। তার পরিবর্তে আরেকজনকে একাদশে নিতেই হতো।

ধারণাই ছিল, বাঁ-হাতি কাটার মাস্টারের পরিবর্তে আরেক বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকেই একাদশে নেয়া হবে। কিন্তু আরব আমিরাতের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচের আগে দেখা গেলো একটি নয়, মোট চারটি পরিবর্তন আনা হয়েছে। শুধু তাই নয়, প্রথম ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমনকেই দলে রাখা হয়নি।

প্রথম ম্যাচে একাদশে ছিলেন না ওয়ানডে ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ম্যাচে আজ পারভেজ হোসেন ইমনকে বিশ্রাম দিয়ে একাদশে নেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস ওপেন করবেন কিংবা লিটন ইনিংস ওপেন করলে ওয়ান ডাউনেও খেলতে পারেন তিনি।

প্রথম ম্যাচে স্পিন অলরাউন্ডার ও দলের সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান ছিলেন পুরোপুরি ব্যর্থ। আরব আমিরাতের বোলারদের হাতে বেদম মার খেয়েছিলেন তিনি। তাকে বাদ দিয়ে আজ একাদশে নেয়া হলো লেগ স্পিনার রিশাদ হোসেনকে।

এছাড়া প্রথম ম্যাচে উইকেট পেলেও খরুচে বোলার ছিলেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আজ তার পরিবর্তে নেয়া হয়েছে গতি তারকা নাহিদ রানাকে।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভির ইসলাম, নাহিদ রানা।

আরব আমিরাত একাদশ
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়), আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাশার, মোহাম্মদ জোহাইব, হায়দার আলি, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মাতিউল্লাহ খান, সগির খান।

আইএইচএস/

Read Entire Article