বাংলাদেশ-কানাডা সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা

2 hours ago 4

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় দুই রাষ্ট্রপ্রধান সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। কানাডা স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলা ও তরুণদের নিয়ে কাজ করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ-কানাডা সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা

এসময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্র-জনতার নতুন বিজয়কে কেন্দ্র করে বিপ্লবের সময় এবং পরে শিক্ষার্থী এবং তরুণদের আঁকা দেয়ালচিত্রের ওপর একটি আর্ট বই জাস্টিন ট্রুডোকে উপহার দেন।

আইএইচআর/এমআইএইচএস/এএসএম

Read Entire Article