বাংলাদেশ জাতীয় দলে যোগ দিলেন শতাধিক ব্যক্তি

2 months ago 7

বাংলাদেশ জাতীয় দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশা এবং ছাত্রদের একটি দল। শুক্রবার (২৭ জুন) ধানমন্ডিতে তারা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন। 

জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলমের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব সাইফ রুমেলের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক। এ সময় শতাধিক লোক জাতীয় দলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে আসা বিভিন্ন পেশাজীবী ও ছাত্রদের স্বাগত জানিয়ে সৈয়দ এহসানুল হুদা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকের এই যোগদান বাংলাদেশ জাতীয় দলের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। 

তিনি বলেন, সবার আগে বাংলাদেশ এই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দল দেশকে আর কখনো সেবাদাসে পরিণত হতে দেবে না।

নতুন যোগদানকারী সবাইকে জনগণের সেবক ও খাদেম হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং জনগণের জন্যই আমরা রাজনীতি করি। বাংলাদেশ জাতীয় দলের কার্যক্রমকে গতিশীল করার জন্য আগামীতে নতুন যোগদানকারীদের কাউন্সিলের মাধ্যমে পদায়ন করা হবে।

Read Entire Article