বাংলাদেশ-ট্রাম্প প্রশাসনের মধ্যে বিভেদ তৈরিতে ভিত্তিহীন প্রচারণা

1 day ago 5

বাংলাদেশ ও ট্রাম্প প্রশাসনের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আবারও একটি ভিত্তিহীন প্রচারণা চালানো হয়েছে বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার সিএ ফ্যাক্টস উইং।

সিএ ফ্যাক্টস উইং জানায়, ট্যাবলয়েড সাংবাদিক সালাহউদ্দিন শোয়াইব চৌধুরী, যিনি ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়া ও অর্থ আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন, এখন দাবি করছেন যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম প্রেসিডেন্ট ট্রাম্পকে অবমাননা করেছেন।

এটি পুরোপুরি হাস্যকর এবং সেই বুদ্ধিমত্তার প্রতি অবমাননা, যা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে, যার ক্ষোভ উসকে দেওয়ার জন্য এই প্রচারক অপচেষ্টা চালাচ্ছে।

আমরা আগেও বলেছি-অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন কূটনীতিকরা এবং তার টিম এই ষড়যন্ত্রমূলক প্রচেষ্টার উদ্দেশ্য বুঝতে পারবেন।

সিএ ফ্যাক্টস উইং থেকে আরও বলা হয়, পুনরায় বলছি, আমরা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অন্যান্য বন্ধু ও মিত্রদের সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী, যাতে ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা ব্যর্থ করা যায় এবং মনগড়া প্রোপাগান্ডার মাধ্যমে দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র প্রতিহত করা যায়।

এমইউ/এমআইএইচএস/এমএস

Read Entire Article