বাংলাদেশ দলে কে নেয় সিদ্ধান্ত? প্রশ্নের জবাবে মুখ খুললেন মিরাজ

12 hours ago 7
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্পষ্ট করে দিয়েছেন—জাতীয় দলে বড় সিদ্ধান্ত এককভাবে কেউ নিচ্ছেন না। মিরাজ বলেন, ‘অবশ্যই হেড কোচ শুরুতে সিদ্ধান্ত নেন। অনেকেই ভাবেন হয়তো ক্যাপ্টেন আর সালাউদ্দিন স্যার সব কিছুর সিদ্ধান্ত নিচ্ছেন—তেমন না। সিদ্ধান্ত হলে আমরা সবাই মিলে আলোচনা করে নিই। ফিল সিমন্স পরামর্শ দেন, সালাউদ্দিন স্যার ও আমার সঙ্গেও কথা বলেন। প্রথমে কেউ যা বলল, তারপর আলাপ করে চূড়ান্ত করা হয়।’ তিনি আরও যোগ করেন, কখনো কখনো প্রধান কোচের সঙ্গে ‘অ্যাগ্রি-ডিজঅ্যাগ্রি’ হয় এবং সেখানেই দলীয় সমন্বয় গড়ে ওঠে—কেউ একা করেই সিদ্ধান্ত নিচ্ছে না, সবাই মিলেই সিদ্ধান্ত নিচ্ছে। স্কোয়াড সংক্রান্ত প্রশ্নে মিরাজ বলেন সার্বিক পরিকল্পনা আগে থেকেই আছে, ‘ওয়ানডেতে ১৫ জনকে দেখলে মনে হতে পারে ছোট স্কোয়াড, কিন্তু আসলে ২৫-২৭ জন আছে; তাদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে। আমরা বিশ্বকাপের আগে এভাবেই খেলাবো যেন দেখা যায় কোন পজিশনে কে কেমন পারফর্ম করছে। দিনশেষে পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ।’ এ প্রসঙ্গে তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করলেন—সৌম্য সরকার আগের দুই সিরিজে ছিলেন না, এবার সুযোগ পেয়েছেন; এভাবেই বোর্ড ও কোচরা তরুণদের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। মিরাজ মিরপুরের উইকেট নিয়ে মন্তব্য করে বলেন, এটি নতুন কিছু না—তিনি নিজে এখানে অভিষেক করেছিলেন ও দীর্ঘদিন খেলেছেন। ‘আমরা সবসময়ই জানি মিরপুরের উইকেট কেমন হবে। আগে একটু ঘাস থাকত, এখন কমেছে—এটাই সংশয়। ঘাস থাকলে বল স্কিড করে; এখন সেই পার্থক্য ছাড়া তেমন কিছু মনে হয় না।’
Read Entire Article