বাংলাদেশ দলে পরিবর্তন নেই, পাকিস্তান দলে ছয় পরিবর্তন

3 months ago 30

পাকিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হলো বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। আরব আমিরাতের বিপক্ষে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে যেখানে শেষ করেছিলো বাংলাদেশ, সেখান থেকেই লাহোরে শুরু করতে যাচ্ছে। অর্থ্যাৎ, আরব আমিরাতের বিপক্ষে যে দলটি খেলিয়েছিল টাইগাররা, সেই দলে কোনো পরিবর্তন আনা হয়নি। মেহেদী হাসান মিরাজের একাদশে সুযোগ পাওয়ার যে সম্ভাবনা ছিল, সেটা হলো না।

তবে পাকিস্তান দল তাদের একাদশে ৬টি পরিবর্তন এনেছে। তারা সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলো গত মার্চে, নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে যে একাদশ খেলিয়েছিল, পাকিস্তান সেই একাদশে ৬টি পরিবর্তন এনেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ পাকিস্তান একাদশে ছিলেন ওমায়ের ইউসুফ, উসমান খান, আবদুল সামাদ, জাহানদাদ খান, সুফিয়ান মুকিম ও মোহাম্মদ আলি। এই ৬ জন আজকের একাদশে নেই। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফাখর জামান, সাইম আইয়ুব, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি ও আবরার আহেমেদ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

ফাখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ ও আবরার আহেমেদ।

আইএইচএস/

Read Entire Article