বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সেমিনার অনুষ্ঠিত

3 days ago 13

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপশকের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান। 

সেমিনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের সদস্য ড. দেবাশীষ পাল। সভাপতির বক্তব্যে ড. মজিবুর রহমান সংশ্লিষ্ট সবাইকে সেমিনার সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানান। 

তিনি সচিবের বিজ্ঞানমনস্কতার প্রশংসা করে বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য সহযোগিতা কামনা করেন। বিশেষভাবে হাই পাওয়ার রিসার্চ রিএক্টর স্থাপন, জনবল বৃদ্ধি এবং তেজস্ক্রিয় কাঁচামাল আমদানি সংক্রান্ত জটিলতা নিরসণের জন্য মন্ত্রণালয়ের সুদৃষ্টি ও সমর্থনের আবেদন জানান।

সচিব মো. আনোয়ার হোসেন তার বক্তব্যে ক্রমবর্ধমান ক্যান্সার রোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি কমিশনের গবেষণা ও সেবামূলক কাজের পরিধি বৃদ্ধির আহ্বান জানান। সচিব মন্ত্রণালয়ের ইতিবাচক মনোভাব তুলে ধরে সীমাবদ্ধতা দূরীকরণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুতির গুরুত্বের ওপর জোর দেন।

সেমিনারের মূল অংশে বাংলাদেশে পরমাণু চিকিৎসার ইতিহাস, বর্তমান রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি, রেডিও আইসোটোপের ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মোট চারটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। সবশেষে বিশেষজ্ঞ প্যানেলিস্টদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত মুক্ত আলোচনার মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।

Read Entire Article