বাংলাদেশ বিশ্বকাপ না খেললে কোন দল সুযোগ পাবে জানিয়ে দিল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই অনিশ্চিত হয়ে পড়ছে বাংলাদেশের অংশগ্রহণ। ভারত সফরে যেতে অস্বীকৃতির পর বিকল্প হিসেবে গ্রুপ বদলের প্রস্তাব দিলেও আয়ারল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে—তারা নিজেদের নির্ধারিত গ্রুপ ছাড়বে না। ফলে বাংলাদেশের সামনে পথ ক্রমেই সংকুচিত হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের সমর্থকদের জন্য এক দুঃসংবাদই দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।  সম্প্রতি ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকে বিসিবি আবারও জানিয়েছে—নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরে যাবে না বাংলাদেশ। এর প্রেক্ষিতে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের মাঠে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের কর্মকর্তা অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় এসে মূলত বাংলাদেশকে ভারতে খেলতে রাজি করানোর চেষ্টা করেছেন—শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর কোনো প্রতিশ্রুতি দেননি। ভিডিও কলে যুক্ত গৌরব সাক্সেনাও জানিয়ে দিয়েছেন—শেষ মুহূর্তে সূচি বদল বাস্তবসম্মত নয়। অনেকের মনেই প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেয় তাহলে কোন দেশ সুযোগ পাবে। আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, টাইগাররা বিশ্বকাপ না খে

বাংলাদেশ বিশ্বকাপ না খেললে কোন দল সুযোগ পাবে জানিয়ে দিল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই অনিশ্চিত হয়ে পড়ছে বাংলাদেশের অংশগ্রহণ। ভারত সফরে যেতে অস্বীকৃতির পর বিকল্প হিসেবে গ্রুপ বদলের প্রস্তাব দিলেও আয়ারল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে—তারা নিজেদের নির্ধারিত গ্রুপ ছাড়বে না। ফলে বাংলাদেশের সামনে পথ ক্রমেই সংকুচিত হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের সমর্থকদের জন্য এক দুঃসংবাদই দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

সম্প্রতি ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকে বিসিবি আবারও জানিয়েছে—নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরে যাবে না বাংলাদেশ। এর প্রেক্ষিতে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের মাঠে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের কর্মকর্তা অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় এসে মূলত বাংলাদেশকে ভারতে খেলতে রাজি করানোর চেষ্টা করেছেন—শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর কোনো প্রতিশ্রুতি দেননি। ভিডিও কলে যুক্ত গৌরব সাক্সেনাও জানিয়ে দিয়েছেন—শেষ মুহূর্তে সূচি বদল বাস্তবসম্মত নয়।

অনেকের মনেই প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেয় তাহলে কোন দেশ সুযোগ পাবে। আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, টাইগাররা বিশ্বকাপ না খেললে কপাল খুলতে পারে স্কটল্যান্ডের। র‌্যাংকিংয়ের ভিত্তিতেই বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে স্কটিশরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow