বাংলাদেশ ম্যাচের আগে দলের সাথে যোগ দেবেন ভেল্লালাগে

2 hours ago 5

বাবার মৃত্যুর কারণে দেশে ফিরেছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়া শেষে তিনি আবারও জাতীয় দলে যোগ দিচ্ছেন। ফলে, বাংলাদেশের বিপক্ষে টিম ম্যানেজমেন্ট চাইলে একাদশে দেখা যেতে পারে ভেল্লালাগেকে। 

এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ভেল্লালাগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন এবং শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দলের সঙ্গে যোগ দেবেন। তার সঙ্গে থাকবেন টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোডে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

উল্লেখ্য, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের পরিবারে নেমে আসে শোকের ছায়া। তরুণ ক্রিকেটারের বাবা সুরঙ্গা ভেল্লালাগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তীব্র বুকে ব্যথা অনুভব করলে সুরঙ্গাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি। 

এই মর্মান্তিক খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে লঙ্কান ক্রিকেট মহলে। শোকস্তব্ধ হয়ে পড়ে সতীর্থ ক্রিকেটাররা। ২২ বছর বয়সী ভেল্লালাগেকে শ্রীলঙ্কার আগামী দিনের অন্যতম সেরা সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হয়। বাবার অকালমৃত্যু তার মানসিক শক্তির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।

এদিন ম্যাচে শ্রীলঙ্কা অবশ্য জয়ের হাসি উপহার দেয় সমর্থকদের। ১৭০ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে ৮ বল আগেই টপকে যায় লঙ্কানরা। তবে মাঠের সাফল্য ঢেকে দিয়েছে মাঠের বাইরের শোকের মেঘ। 

Read Entire Article