বাংলাদেশ রেমিট্যান্স এক্সপোর হেলথকেয়ার পার্টনার ইউনিভার্সেল মেডিকেল

3 hours ago 1

কাতারে আয়োজিত বাংলাদেশ রেমিট্যান্স এক্সপোর হেলথকেয়ার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। 

১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মতো কাতারে ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রেড, রিয়েল এস্টেট, রেমিট্যান্স, কালচারাল এবং বিজনেস সামিট-২০২৪। হ্যালো সুপারস্টারের আয়োজনে, এড পয়েন্টের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস, কাতারের সার্বিক তত্ত্বাবধানে, পুরো আয়োজনটির হেলথকেয়ার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। 

৫ দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, ক্রিটিক্যাল কেয়ার কনসালট্যান্ট ডা. মো. আব্দুল হান্নানসহ ৪ সদস্যের একটা টিম আজ ঢাকা ত্যাগ করেছেন। সেখানে তারা বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ প্রদানের পাশাপাশি নিজেদের প্যাভিলিয়ন থেকে প্রবাসীদের জন্য বিশেষ হেলথ কার্ড বিতরণ করবেন যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ও দেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বিশেষ ছাড়ে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

Read Entire Article