চলতি জুলাইয়ের ২০, ২২ ও ২৪ তারিখে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সবগুলো ম্যাচই হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরের আগে আগামী ৮ জুলাই থেকে ন্যাশনাল ব্যাংক ক্রিকেট অ্যারেনায় অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল।
খবর এসেছে, সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার শাদাব খান, নাসিম শাহ ও ওয়াসিম জুনিয়রকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদন এসব ক্রিকেটারদের ফিটনেসে ত্রুটি থাকার কথা জানিয়েছে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিওসুপার।
সূত্র মতে, এই সিরিজে পাকিস্তানের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় সহ-অধিনায়ক শাদাব খান। এই অলরাউন্ডার দীর্ঘদিন ধরে ডান কাঁধে ব্যথা অনুভব করছিলেন। চিকিৎসকদের পরামর্শে এখন যুক্তরাজ্যে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে তার। ডানহাতি অলরাউন্ডারকে সার্জারির পরামর্শ দেওয়া হয়েছে এবং এটিকেই সর্বোত্তম সমাধান ভাবা হচ্ছে।
শাদাবের পাশাপাশি দুুই পেসার নাসিম ও ওয়াসিম জুনিয়রও পুরোপুরি সুস্থ নন।
সূত্র আরও জানিয়েছে, সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম সংস্করণে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ পারফর্ম করা পেসার সালমান মির্জাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। সালমান পিএসএলের চার ম্যাচে ৯টি উইকেট নিয়ে সবাইকে মুগ্ধ করেছেন।
এছাড়া বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম, যিনি মাত্র ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেই ১৮টি উইকেট শিকার করেছেন, তাকেও বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য নিশ্চিতভাবে স্কোয়াডে রাখা হয়েছে।
দ্রুতগতির পেসার হারিস রউফও স্কোয়াডে থাকবেন। তবে তিন ম্যাচের কোনোটিতেই ডানহাতি পেসারের খেলার সম্ভাবনা নেই।
আগামী ১৬ জুলাই বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের।
এর আগে গেল মে মাসে পাকিস্তান সফরে গিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার প্রতিশোধ নেওয়ার পালা লাল-সবুজ বাহিনীর।
এমএইচ/এমএস