বাংলাদেশকে এবার বড় লজ্জা দিল পাকিস্তান
ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে বড় লজ্জা উপহার দিল পাকিস্তান। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পাকিস্তানের কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। আর তাতেই সাফ ফুটসালের এবারের আসরের শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ল বাংলাদেশ। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ সাঈদ খোদারাহমির দলের। বাংলাদেশের বাকি আছে এক ম্যাচ। রাউন্ড রবিন লিগে শনিবার নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা। তার আগে আজ শ্রীলঙ্কাকে হারিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শুরু থেকে পাকিস্তানের বিপক্ষে লড়ছিল চোখে চোখ রেখে। সুযোগও পায় তারা। কিন্তু ম্যাচের তৃতীয় মিনিটে পায়ের কারিকুরিতে একজনকে কাটিয়ে ক্রসবারের অনেক উপর দিয়ে মেরে হতাশ করেন রাহবার ওয়াহেদ খান। একটু পর ফয়সাল হোসেনের শট যায় পোস্টের বাইরে দিয়ে। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নারে পাকিস্তানের হামজা নুসরাতের ব্যাকহিল ফ্লিক হয় লক্ষ্যভ্রষ্ট। একটু পরই পাকিস্তানের গোলকিপারকে একা পেয়েও দুর্বল শটে তার গায়ে মেরে সুযোগ নষ্ট করেন বাংলাদেশের রাহবার। কিছুক্ষণ পর জাফর খানের দূরপাল্লার শট ফিরিয়ে বাংলাদেশের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন জাহিদ হাসান রাব্বী।
ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে বড় লজ্জা উপহার দিল পাকিস্তান। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পাকিস্তানের কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। আর তাতেই সাফ ফুটসালের এবারের আসরের শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ল বাংলাদেশ। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ সাঈদ খোদারাহমির দলের। বাংলাদেশের বাকি আছে এক ম্যাচ। রাউন্ড রবিন লিগে শনিবার নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা।
তার আগে আজ শ্রীলঙ্কাকে হারিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শুরু থেকে পাকিস্তানের বিপক্ষে লড়ছিল চোখে চোখ রেখে। সুযোগও পায় তারা। কিন্তু ম্যাচের তৃতীয় মিনিটে পায়ের কারিকুরিতে একজনকে কাটিয়ে ক্রসবারের অনেক উপর দিয়ে মেরে হতাশ করেন রাহবার ওয়াহেদ খান। একটু পর ফয়সাল হোসেনের শট যায় পোস্টের বাইরে দিয়ে।
ম্যাচের চতুর্থ মিনিটে কর্নারে পাকিস্তানের হামজা নুসরাতের ব্যাকহিল ফ্লিক হয় লক্ষ্যভ্রষ্ট। একটু পরই পাকিস্তানের গোলকিপারকে একা পেয়েও দুর্বল শটে তার গায়ে মেরে সুযোগ নষ্ট করেন বাংলাদেশের রাহবার। কিছুক্ষণ পর জাফর খানের দূরপাল্লার শট ফিরিয়ে বাংলাদেশের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন জাহিদ হাসান রাব্বী।
আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠা প্রথমার্ধের পাঁচ মিনিট বাকি থাকতে বড় ধাক্কা খায় পাকিস্তান। এই সময়ে যে, চার জনের দলে পরিণত হয় পাকিস্তান। হামজার শট রাব্বীর গ্লাভস হয়ে উপরে উঠে যায়। দ্রুত ক্লিয়ার করতে শট নেন ফয়েজ আহমেদ, কিন্তু বলের সাথে সংযোগ ঠিকঠাক না হলে পরে হেডে বিপদমুক্ত করার চেষ্টা করেন তিনি, তখনই পাকিস্তানের আকিব ফায়সাল শট নিলে তার পা গিয়ে লাগে ফয়েজের থুতনিতে। মারাত্মক ফাউলের কারণে রেফারি তাকে দেন লালকার্ড।
তবে চার জনের দল নিয়েও দুর্দান্ত খেলতে থাকে পাকিস্তান। সপ্তদশ মিনিটে এগিয়েও যায় তারা। কর্নারে হামজাকে বল দিয়ে সার্কেলের দিকে ছুটে যান আলি আঘা। ফিরতি ব্যাক পাস নিখুঁত শটে জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে বাংলাদেশের জালে দ্বিতীয়বার বল জড়ায় পাকিস্তান। এবার বাংলাদেশ গোল হজম করে কাজী ইব্রাহিম আহমেদের হাস্যকর ভুলে। নিজেদের সার্কেলের মধ্যে তালগোল পাকিয়ে তিনি বল হারান জাইদ উল্লাহ খানের কাছে। গোলমুখ থেকে টোকায় অনায়াসে জাল খুঁজে নেন জাইদ।
ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে গোলের দেখা পেলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। তাজওয়ার বিন কাশেমের ছোট পাস ঝাঁপিয়ে পড়া গোলকিপারের পাশ দিয়ে জালে জড়িয়ে দেন ফায়েদ আজম। কিন্তু না, গোল হজম করে বরং আরও বেশি আক্রমণাত্মক হয়ে পড়ে পাকিস্তান।
এরপর গুনে গুনে তিনবার বাংলাদেশের জালে বল জড়ায় পাকিস্তান। গোল তিনটি করেন যথাক্রমে সালার আহমেদ খান, জাইদ ও আলি আঘার। তাতেই ৫-১ গোলের বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
What's Your Reaction?