বাংলাদেশকে ঝলক দেখিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে আকিল

2 weeks ago 19

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানে ২ উইকেট শিকার করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইন। এতেই সংক্ষিপ্ত ফরম্যাটে আইসিসির বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে চলে গেছেন ক্যারিবীয় বাঁহাতি স্পিনার।

টাইগারদের কাছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হারলেও র‌্যাংকিংয়ে তিন ধাপ অগ্রগতি হয়েছে আকিলের। চতুর্থ স্থান থেকে এক লাফে শীর্ষে চলে গেছেন তিনি। টেনে দুইয়ে নামিয়েছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদকে। পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ব্যাটিংয়ে র‌্যাংকিংয়ে এক ধাপ অগ্রগতি হয়েছে বাবর আজমের। বর্তমানে ষষ্ঠস্থানে আছে পাকিস্তান ব্যাটার। অন্যদিকে দুই ধাপ অবনতি হয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। ৬ নম্বর থেকে তিনি নেমে গেছেন ৮ নম্বরে।

৬ ধাপ উন্নতি করে সেরা ১০ ব্যাটারের মধ্যে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিক্স। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নের দুই টি-টোয়েন্টিতে ৬৩ বলে ১১৭ রানের ইনিংস খেলে বতর্মানে নবম স্থানে আছেন প্রোটিয়া টপঅর্ডার।

টেস্ট র‌্যাংকিংয়ে হারানো সিংহাসন ফেরত পেয়েছেন জো রুট। সতীর্থ হ্যারি ব্রুকের কাছ থেকে তা উদ্ধার করেছেন তিনি। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ৩২ বলে ৫৪ রান করেন রুট। একই টেস্টে ১ বলে ০ রানে আউট হন ব্রুক। বর্তমানে ব্রুক আছেন দ্বিতীয় স্থানে।

এমএইচ/জেআইএম

Read Entire Article