বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিল পাকিস্তান

4 months ago 21

প্রথম দুই ওভারেই পাকিস্তানকে চেপে ধরার চেষ্টা করেছিল বাংলাদেশ। শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম প্রথম দুই ওভারেই তুলে নেন দুই ওপেনারকে; কিন্তু পরের ব্যাটাররা এই বিপদ কাটিয়ে উঠে পাকিস্তানকে বড় স্কোর এনে দিয়েছে। যার ফলে বাংলাদেশের সামনে ২০২ রানের টার্গেট ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাট করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই সাইম আইয়ুবকে রিটার্ন ক্যাচ দিতে বাধ্য করেন শেখ মেহেদী। এরপর দ্বিতীয় ওভারেই শরিফুলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান ফাখর জামান।

৫ রানে ২ উইকেট হারানোর পরই ঘুরে দাঁড়ান মোহাম্মদ হারিস এবং সালমান আলি আগা। ৪৮ রানের জুটি গড়ে তোলেন তারা দু’জন। ১৮ বলে ৩১ রান করে তানজিম সাকিবের বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ ওয়াসিম।

অধিনায়ক সালমান আলি আগা ৩৪ বলে খেলেন সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস। ৮টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। পিএসএলে দুর্দান্ত ব্যাটিং করা হাসান নওয়াজ ২২ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। ৪টি ছক্কা ও ২টি বাউন্ডারি মারেন তিনি।

শাদাব খান আউট হন ২৫ বলে ৪৮ রান করে। শেষ দিকে ৬ বলে ১১ রান করে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ। ১০ বলে ৫ রান করে আউট হন খুশদিল শাহ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান।

বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন শেখ মেহেদী, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী।

আইএইচএস/

Read Entire Article