বাংলাদেশি মানুষ আর খাবার নিয়ে কী বললেন হানিয়া আমির?

1 hour ago 1

প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। গত ১৮ (বৃহস্পতিবার) সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি।

এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার রাজধানীর শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি ছিলেন জনপ্রিয় এই তারকা। এ সময় সানসিল্কের কিছু শর্ত পূরণ করে অনেক সাধারণ মানুষও হানিয়ার সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পান।

সফর শেষে রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান এই গ্ল্যামার গার্ল। এ সময় বাংলাদেশের প্রশংসা করে হানিয়া আমির ভেরিফায়েড ফেসবকু পেজে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে ভক্তদের বেশ ভালোবাসা পেয়েছেন তিনি।

হানিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, ‘পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন, যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে।’

বাংলাদেশি মানুষ ও খাবারের প্রশংসা করে তিনি আরও লিখেছেন, ‘তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।’

Read Entire Article