ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
তিনি প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং প্রবাসীদের মধ্যে ভোটার নিবন্ধন সচেতনতা ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউএম-এর প্রধান পরিচালক প্রফেসর ড. আমীর আকরামিন শাফি ও বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. আমীর আকরামিন শাফি বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, তারা আইআইইউএম-এর একাডেমিক পরিবেশে অসাধারণ অবদান রাখছে। তিনি শিক্ষা ও গবেষণার উন্নয়নে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী আইআইইউএম-এ বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করা প্রয়োজন।
তিনি আইআইইউএম-এ কর্মরত ও অধ্যয়নরত বাংলাদেশিদের ‘বাংলাদেশের গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে অভিহিত করে বলেন, আপনাদের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হোক—এই প্রত্যাশা করি।
এ সময় হাইকমিশনার আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং উপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানে আইআইইউএম-এর বাংলাদেশি শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এমআরএম/এমএস