বাংলাদেশি নাগরিকদের সুবিধাজনক দূতাবাসে কাজের ভিসার জন্য আবেদন করার অনুমতি দিতে সম্মত হয়েছে বুলগেরিয়া। পাশাপাশি ঢাকায় ভিসা প্রদানের জন্য ভিসা সুবিধা প্রদান পরিষেবা (ভিএফএস) শুরু করার বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত ড. নিকোলে ইয়ানকভ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূত বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক প্রথম দফা পরামর্শ বৈঠকের প্রস্তাব করেন।
আরও পড়ুন:
- ঢাকা-দিল্লির বরফ গলতে পারে বিক্রম মিশ্রির সফরে
প্রধান উপদেষ্টার সঙ্গে লর্ড মার্ক মালক ব্রাউনের সাক্ষাৎ
উপদেষ্টা হ্যানয় এবং জাকার্তার দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য আবেদনের অনুমতি দেওয়ার জন্য বুলগেরিয়াকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষাখাতে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান।
বৈঠকে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, আইটি সেক্টরে সহযোগিতা, সাংস্কৃতিক সহযোগিতা এবং ২০২৯ সালের পরে ইইউর জিএসপি প্লাস বিষয়ে আলোচনা করেন।
উপদেষ্টা জাতিসংঘ ও ইইউ সহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য বুলগেরিয়ার সমর্থন চান।
আইএইচআর/এসএনআর/জেআইএম