বাংলাদেশিদের সুখবর দিল থাই দূতাবাস

2 months ago 35

নতুন ই-ভিসা ব্যবস্থা চালুর প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর থেকে ভিসা স্টিকারগুলোর আবেদন গ্রহণ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ থাইল্যান্ডের দূতাবাস।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, শুধুমাত্র ২৪ ডিসেম্বরের আগে জমা দেওয়া ভিসা স্টিকারগুলোর আবেদন প্রক্রিয়া করা হবে। ২৪ ডিসেম্বর থেকে ভিসা স্টিকারের জন্য আবেদন গ্রহণ বন্ধ করা হবে।

আগামী বছরের ২ জানুয়ারি থেকে সব থাই ভিসার আবেদন অবশ্যই http://www.thaievisa.go.th ই-ভিসা পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে।

ই-ভিসা সিস্টেমে রূপান্তরের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সুবিন্যস্ত ও আধুনিকীকরণে আবেদনকারীরা আরও বেশি সুবিধা পাবেন। 

Read Entire Article