বাংলাদেশিসহ ১০৫ জনকে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর বিমানবন্দর

5 months ago 38

প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) শনিবার (৩১ মে) এক বিবৃতিতে জানায়, ট্রানজিট কৌশল ব্যবহার করে বিদেশিরা মালয়েশিয়া প্রবেশ করেন।

আরও পড়ুন

সংস্থাটি জানিয়েছে, টার্মিনাল বিমানবন্দরের ১-এ অভিযানের সময় বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত থেকে আসা ৪০০ জনেরও বেশি ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে ১০৫ জন প্রবেশের শর্ত পূরণ করেননি। এজন্য তাদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি তা জানায়নি কর্তৃপক্ষ।

বাংলাদেশিসহ ১০৫ জনকে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর বিমানবন্দর

বিবৃতি অনুসারে, তদন্তে দেখা গেছে কেএলআইয়ে বিমানে ওঠার সঙ্গে সঙ্গে তৃতীয় দেশের জন্য টিকিট বাতিল করা হয়েছিল। এটি ছিল অভিবাসন কর্তৃপক্ষকে বোকা বানানোর একটি কৌশল। কর্তৃপক্ষ সব প্রবেশপথে নজরদারি বৃদ্ধি, পর্যালোচনা ব্যবস্থা উন্নত করে এবং মালয়েশিয়ায় প্রবেশকারী বা প্রস্থানকারী প্রতিটি ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, এসব ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো আপস চলবে না।

এমআরএম/এমএস

Read Entire Article