বাংলাদেশে কি ভারতীয় চ্যানেল বন্ধ করা হয়েছে?
‘বাংলাদেশে বন্ধ হল ভারতীয় স্যাটেলাইট চ্যানেল!’ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করেছে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলা। গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে এই প্রতিবেদন প্রচার করে চ্যানেলটি।
ওই দিন রাত সাড়ে ১১টার কিছু পরে রিপাবলিক বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয় প্রতিবেদনটি। সেখানে বলা হয়, ‘বাংলাদেশে বন্ধ করা হলো সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার। ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মুহাম্মদ ইউনূসের?’
এরপরই এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়। এখন সবার মনে একটাই প্রশ্ন আসলেই কি ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, এটি একটি অপপ্রচার। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।
ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল জানান, এটি একটি অপপ্রচার। সরকারের পক্ষ থেকে এমন কিছু নির্দেশনা নেই। সব চ্যানেলই চলছে।