সুইডেনের সংসদে বাংলাদেশ বিষয়ে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) অনুষ্ঠিত শুনানিতে সুইডিশ সংসদ সদস্য লটটা জনসন লিখিত ও মৌখিকভাবে বাংলাদেশের দীর্ঘ ১৫ বছরের গুম, খুন, বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের বিষয় তুলে ধরেন এবং আগামী নির্বাচন নিয়ে প্রশ্ন রাখেন।
লটটা জনসন তার প্রশ্নে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আগস্টের শুরুতে দায়িত্ব নিলেও এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করেনি।
এ বিষয়ে সংসদ সদস্য লটটা জনসন, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের কাছ প্রশ্ন রেখে জানতে চান? সুইডেন বাংলাদেশের দ্রুত নির্বাচনের বিষয়ে কী, কী ব্যবস্থা নিয়েছে।
প্রতি উত্তরে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ড বলেন, সুইডেন অতি দ্রুত বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং এ বিষয়ে সুইডেন ইউরোপিয়ান ইউনিয়নের অন্য দেশগুলোর সঙ্গে গভীরভাবে একত্রে কাজ করে যাচ্ছে।
শুনানিতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কারস্টিন লুন্ডগ্রেন। এসময় আরও উপস্থিত ছিলেন সুইডেনের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির অন্য সদস্যরা।