বাংলাদেশে ফুটবলে সফলতা আসবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

3 months ago 50

যশোরে শামস্-উল-হুদা ফুটবল একাডেমির ‘ভাষাসৈনিক মুসা ভবন’-এর উদ্বোধন করলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মি. মারসেলো কারলোস সিসা।

শুক্রবার (২৩ মে) দুপুরে যশোর সদরের হামিদপুরে অবস্থিত একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভবনটির উদ্বোধন করেন।

উদ্বোধনের পর রাষ্ট্রদূত মি. মারসেলো কারলোস সিসা সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ফুটবল খেলা হয়। এখানে ধনী-গরিব, ছোট-বড় সব স্তরের মানুষই ফুটবল খেলা দেখতে মাঠে আসে। ফুটবল খেলার আনন্দ সবাই ভাগাভাগি করে নেয়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশে ফুটবলে সফলতা আসবে।

‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ এবং শামস-উল-হুদা ফুটবল একাডেমির ‘ভাষাসৈনিক মুসা ভবন’ উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি মি. মারসেলো কারলোস সিসা।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল, সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, ওহেদ উদ্দীন চৌধুরী, ফাহাদ কবীর, সদস্য ইকবল হোসেন, গোলাম দাউদ, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন শাহিন, সাইদুর রহমান মনি ও শামস্ উল হুদা ফুটবল একাডেমির পরিচালক শামস্ উল বারী শিমুল।

বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বলেন, ‌‘আমরা তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ৬০০ ফুটবলার অংশ নিয়েছেন। এটা একটি বড় রেকর্ড। বাফুফের অন্তর্ভুক্ত রয়েছে ২২২টি একাডেমি। প্রতিটি একাডেমির পেছনে বাফুফে কোনো না কোনোভাবে সাপোর্ট দিচ্ছে। কারণ গ্রাসরুটস লেভেলে আমাদের খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এসব ফুটবলারের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই।’

এই মাঠে তৃণমূল পর্যায় থেকে অনেক খেলোয়াড়ের অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। আজকে এখান থেকে আমি যে উৎসাহ নিয়ে যাচ্ছি এটা দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিবো।

মিলন রহমান/এসআর/এএসএম

Read Entire Article