বাংলাদেশে যাত্রা শুরু করল ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার। অ্যাপোলো হাসপাতালের সিইও নবীন ভি-এর হাত ধরে এটির যাত্রা শুরু হলো।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে যমুনা ফিউচার পার্কে তাদের নিজস্ব ইনফরমেশন সেন্টারে এ সেন্টারের উদ্বোধন করা হয়।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএস গুরু প্রসাদ (অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল সেলস গ্রুপ রেভিনিউ টিম, অ্যাপোলো হাসপাতাল, চেন্নাই)।
এই নতুন ইনফরমেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশি রোগীরা এখন থেকে পাবেন- সহজে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ভিসা ইনভাইটেশন লেটার প্রদানের সুবিধা, ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যান ও মেডিকেল গাইডলাইন, চিকিৎসা ব্যয়ের ধারণা।
এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে, দেশবাসী এখন থেকে খুব সহজেই পাবেন অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের সর্বাধুনিক চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য।