বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ৫৯ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

2 weeks ago 7

বাংলাদেশে সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিন কোটি ৫০ লাখ ডেনিশ ক্রোনা (প্রায় ৫৯ কোটি টাকা) অনুদান দিয়েছে ডেনমার্ক।

‘এগ্রিমেন্ট টু দ্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্মেন্ট অব দ্য কিংডম অব ডেনমার্ক’ সংশোধিত চুক্তির আওতায় এ অনুদান দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের পরিবর্তিত পটভূমিতে উন্নয়ন কার্যক্রমসহ মানবাধিকার, গণতন্ত্র এবং সুশাসন সমন্বিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার কর্মসূচিতে সহায়তার জন্য ডেনমার্ক সরকার এ অনুদান সহায়তা দিচ্ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ডেনমার্ক দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকার ও ডেনমার্ক সরকারের মধ্যে দীর্ঘ ৫২ বছরের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। এ দীর্ঘ সময়ে ডেনমার্ক সরকার বাংলাদেশকে কৃষি, পানি ও পয়ঃনিষ্কাশন, যোগাযোগ মাধ্যম, জলবায়ু পরিবর্তন, সুশাসন ও মানবাধিকার খাতে সহায়তা দিয়ে আসছে। তাছাড়া ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কও রয়েছে।

এমওএস/বিএ

Read Entire Article