বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা আছে : সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমাজের সব মানুষের অর্থনৈতিক উন্নতি সাধনের পথ খুঁজে বের করতে হবে। বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা আছে, নীতি আছে, আদর্শ আছে।  মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কাকারা, সুরাজপুর, মানিকপুরের আলেম ওলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিনের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সালাহউদ্দিন বলেন, আমরা ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য ভাতার ব্যবস্থা করব। আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেব। কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করব, স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে।  তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি এ দেশের মানুষের অন্তরে রয়ে গেছেন। এই জাতি তার আবদানের কথা স্মরণ রাখবে। বেগম জিয়া নারী সমাজের শিক্ষা বিস্তারে আবদান রেখে গিয়েছেন। তিনিই ছাত্রীদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন। এ দেশের গণতন্ত্র বিকশিত এবং সুদৃঢ় হয়েছে তার হাত ধরে

বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা আছে : সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমাজের সব মানুষের অর্থনৈতিক উন্নতি সাধনের পথ খুঁজে বের করতে হবে। বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা আছে, নীতি আছে, আদর্শ আছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কাকারা, সুরাজপুর, মানিকপুরের আলেম ওলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিনের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সালাহউদ্দিন বলেন, আমরা ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য ভাতার ব্যবস্থা করব। আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেব। কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করব, স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি এ দেশের মানুষের অন্তরে রয়ে গেছেন। এই জাতি তার আবদানের কথা স্মরণ রাখবে। বেগম জিয়া নারী সমাজের শিক্ষা বিস্তারে আবদান রেখে গিয়েছেন। তিনিই ছাত্রীদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন। এ দেশের গণতন্ত্র বিকশিত এবং সুদৃঢ় হয়েছে তার হাত ধরেই।

তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, হয়তো মহান আল্লাহ আপনাদের সেবা করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। এটি আমার বর্ধিত হায়াত। জীবনের বাকি সময়টুকু আপনাদের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চাই। 

সালাহউদ্দিন বলেন, একটি দল দ্বীনকে বিক্রি করে দিচ্ছে। এটি করা উচিৎ নয়। সব ধর্ম বর্ণের মানুষ আমাদের সমাজে বসবাস করে। আমরা এভাবেই বসবাস করতে চাই। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এ দেশে সবার নাগরিক অধিকার সমান, সাংবিধানিক অধিকার সমান।

চকরিয়ার কাকারা শিবাতলী পাড়া শাহ মজিদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফি উল্লাহ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow