বাংলাদেশের কাছে হেরে ভারতের মেয়েদের কান্না

1 week ago 10

বাংলাদেশের সর্বনাশটা হয়েছিল ভুটানের বিপক্ষে ফিরতি ম্যাচটি ড্র করে। ওই ড্রয়ে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় এক ম্যাচ হাতে রেখেই। রোববার বাংলাদেশ শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন নিশ্চিত করা ভারতের। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে ভারতকে হারিয়ে প্রতিশোধের আনন্দ নিয়েই ঘরে ফিরছে প্রীতি-আলপিরা।

গোল-পাল্টা গোলের ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪-৩ ব্যবধানে। শেষ দুই মিনিটে গোল হয়েছে দুটি। ৮৭ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়েছিল। ৮৮ মিনিটে ভারত সমতা ফেরায় ম্যাচে।

তবে ইনজুরি সময়ের শেষ মিনিটে বাংলাদেশ গোল করে নাটকীয়ভাবে ম্যাচটি জিতে নেয়। প্রথম লেগে বাংলাদেশ ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আনুষ্ঠানিকতার ম্যাচ জিতে প্রতিশোধ নিলো আগেই রানার্সআপ নিশ্চিত করা বাংলাদেশ।

ম্যাচ শুরুর ২২ সেকেন্ডের মাথায় ভারতের জালে বল পাঠায় বাংলাদেশ। বাম দিক থেকে মামুনির ক্রস থেকে পূর্ণিমা মারমা হেডে টুর্নামেন্টের দ্রুততম গোলটি করেন। তবে লিড বেশি সময় ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। রক্ষণের দূর্বলতায় অষ্টম মিনিটে ভারতকে সমতায় ফেরান আনুসকা কুমারী।

৩৪ মিনিটে আলপি আক্তারের গোলে দ্বিতীয়বার লিড নেয় বাংলাদেশ। পূর্ণিমা মারমার শট ঠিকঠাকমতো ক্লিয়ার করতে পারেননি ভারতের গোলরক্ষক। বলে পেয়ে যান বাংলাদেশের আলপি। তিনি গোল করে ব্যবধান ২-১ করেন।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যবধান ৩-১ করেন সুরভী আকন্দ প্রীতির গোলে। বাম দিক থেকে আসা বল ধরে ভারতের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল পাঠান এই ফরোয়ার্ড।

৬৫ মিনিটে ভারতের বদলি খেলোয়াড় প্রীতিকা বর্মণ গোল করে ব্যবধান ৩-২ করেন। ৮৮ মিনিটে ভারত সমতা ফেরালে বাংলাদেশ ড্র নিয়েই মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে ইনজুরি সময়ের শেষ মিনিটে সুরভী আকন্দ প্রীতির শট ভারতের গোলরক্ষক লাইন থেকে ক্লিয়ার করলেও তাদেরই এক ডিফেন্ডারের পায়ে লেগে ঢুকে যায় জালে।

এ জয়ে বাংলাদেশ ৬ ম্যাচে ৪ জয় এক ড্র ও এক হারে ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করলো। ভারত চ্যাম্পিয়ন হয়েছে ১৫ পয়েন্ট নিয়ে। ম্যাচের পর ম্যাচ জেতা ভারত শেষ ম্যাচে এসে হারলো বাংলাদেশের কাছে।

ভারতের মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার পরও বাংলাদেশের কাছে হেরে কান্নায় ভেঙ্গে পড়ে। ডাগআউটে একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ভারতের মেয়েরা। দলের অফিসিয়ালরা মেয়েদের কান্না থামানোর চেষ্টা করছিলেন।

আরআই/আইএইচএস/

Read Entire Article