বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে ড. ইউনূসের হাতকে শক্তিশালী করতে হবে। অপরাধীর চোখের দিকে তাকিয়ে তাকে অপরাধী বলতে হবে। বাংলাদেশের মাটির দিকে কোনো দেশ যদি হাত বাড়ায় তা আমরা ভেঙে দেব।’
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার পরিষদ মাঠে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভারত তার এজেন্ট শেখ হাসিনাকে মসনদে বসিয়ে দেশকে ধ্বংস করেছে। শুধু এখানেই শেষ হয় নাই। দিল্লিতে বসে এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তার এ স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।’
তিনি আরও বলেন, ‘দিল্লিতে বসে যে ষড়যন্ত্র হচ্ছে সে ষড়যন্ত্রের বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে বসে খায়, স্লোগান ধরে সে দেশ কখনো সাম্প্রদায়িক হতে পারে না।’
এ সময় স্থানীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমালোচনা করে মাসুদ বলেন, ‘ফ্যাসিস্টের দোসর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী নিজের রাজনীতির স্বার্থে যখন যাকে ইচ্ছে তাকে হত্যা ও নির্যাতন করেছে। তার মতের বিরুদ্ধে থাকায় এ পর্যন্ত ৩৫ জনকে হত্যা করেছে। এ এলাকার মানুষ জুলাই অভ্যুত্থানের পর মুক্তি পেয়েছেন।’
মাসুদ আরও বলেন, ‘ফ্যাসিস্টের দোসর মোহাম্মদ আলীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ ছাড়া জুলাই অভ্যুত্থানের পর যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনের আওয়াতায় আনতে হবে। নতুন করে হাতিয়ায় আর কোনো চাঁদাবাজি চলবে না। যেখানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে সেখানে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করে তাদের আইনের আওতায় আনতে হবে।’
এ সময় হাতিয়া উপজেলা বিশিষ্ট শিক্ষাবিদ ফখরুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।