বাংলাদেশের বাজারে এলো ‘ডিউরাবিলিটি চ্যাম্পিয়ন’ অপো ‘এ৫এক্স’
বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান অপো, ব্র্যান্ডটির সর্বশেষ স্মার্টফোন অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) ১৫ মে, ২০২৫ তারিখে দেশের বাজারে গ্রাহকদের জন্য উন্মোচিত করেছে। অপোর এই ডিভাইসটির বাজারমূল্য ধরা হয়েছে- মাত্র ১৩, ৯৯০ টাকা।অপো ‘এ৫এক্স’-এ গ্রাহকরা পাবেন আইপি৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মেলিটারি-গ্রেড ড্রপ প্রটেকশন এবং ফ্ল্যাগশিপ-লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়, যা ব্যবহারকারীদের দেবে এই সেগমেন্টে সর্বোচ্চ স্মার্টফোন এক্সপেরিয়েন্স। মূলতঃ [...]