বাংলাদেশের বিপক্ষে নাটকীয় রান আউট, মাঠেই পাক ব্যাটারদের ঝগড়া

1 week ago 12
অস্ট্রেলিয়ার ডারউইনের টিআইও স্টেডিয়ামে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচেই দেখা গেলো উত্তেজনা আর নাটকীয়তা। পাকিস্তান ‘শাহীনস’-এর ওপেনার খাজা নাফায় দুর্দান্ত ব্যাটিং করলেও এক মুহূর্তের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠ ছাড়েন—আর সেখানেই ঘটে রাগের বিস্ফোরণ।   ব্যাট হাতে শুরুটা ছিল স্বপ্নের মতো। নাফায় আর ইয়াসির খান উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন সেঞ্চুরি পার্টনারশিপ, দুজনই হাঁকান ব্যক্তিগত অর্ধশতক। কিন্তু ১২তম ওভারের প্রথম বলেই সব ওলটপালট। ইয়াসির শট খেলতে গিয়ে বল মিস করলে উইকেটকিপারের কাছে গড়িয়ে যায় বল। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা নাফায় দ্রুত সিঙ্গেলের ডাক দেন, কিন্তু ইয়াসির সাড়া না দেওয়ায় তৈরি হয় বিভ্রান্তি। সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসান দুরন্ত থ্রোয়ে নাফায়কে রান আউট করে দেন।   ৬১ রান (৩১ বলে, ৮ চার, ২ ছক্কা) করে আউট হওয়ার পর নাফায়ের ক্ষোভ আর লুকানো গেল না। ইয়াসিরের সঙ্গে তর্কে জড়িয়ে ব্যাট মাটিতে আছড়ে ফেলেন তিনি, তারপর ধীর পায়ে প্যাভিলিয়নে ফেরেন।   এই ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং ছিল তীক্ষ্ণ, কিন্তু ব্যাট হাতে চ্যালেঞ্জটা নিতে না পারায় বড় ব্যবধানে হারতে হয় পাকিস্তান শাহিনসদের কাছে।
Read Entire Article