বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের অধিনায়ক কে, বাবর নাকি শান মাসুদ?

3 months ago 50

ওয়ানডে বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন বাবর আজম। এরপর সমালোচনার মুখে তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন তিনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে ফের বাবরের হাতেই দলের দায়িত্ব দিয়েছে পিসিবি। এবারও পিসিবিকে হতাশ করলেন বাবর। তার হতাশাজনক নেতৃত্বে প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে পাকিস্তান।

আগামী আগষ্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজে পাকিস্তানের নেতৃত্ব কার হাতে থাকবে, এই প্রশ্ন উঠেছে পাকিস্তানের ক্রিকেটপাড়ায়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাবরকে নিয়ে ভাবছে না পিসিবি। বিশ্বকাপে তার অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট নয় দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। অন্তবর্তীকালীন টেস্ট অধিনায়ক শান মাসুদের উপরই ভরসা রাখতে চায় পিসিবির কর্তাব্যক্তিরা।

বাংলাদেশ সিরিজের মধ্য দিয়ে দায়িত্ব বুঝে নেবেন পাকিস্তানের নতুন হেড কোচ জ্যাসন গিলেস্পি। নিজের অভিজ্ঞতার আর দক্ষতা দিয়ে বিশ্বকাপের হতাশা ভুলাতে দলকে নতুন আঙ্গিকে সাজাবেন তিনি। যে কারণে অধিনায়ক হিসেবে এই সিরিজ খেলা শান মাসুদকে নিয়ে পরিকল্পনা সাজানো সহজ হবে বলে মনে করছে বোর্ড।

এমএইচ/

 

Read Entire Article