বাংলাদেশের ব্যাটিংয়ের মাঝে প্রেমাদাসায় ‘অতিথি’ সাপ

2 months ago 6

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেতে মাঠে হঠাৎ ‘অতিথি’ হয়ে হাজির এক বিশাল সাপ। বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের সময় সাপটি হঠাৎই মাঠে ঢুকে পড়ে, মুহূর্তেই টিভি ক্যামেরার মূল আকর্ষণ হয়ে যায় এই রোমাঞ্চকর দৃশ্য।

মজার বিষয় হলো, সাপের উপস্থিতিতেও ম্যাচের গতি একটুও থামেনি। খেলোয়াড়রা ছিলেন নিজেদের খেলায় মনোযোগী, আর সাপটি দৌড়ে বেড়াচ্ছিল মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ধারাভাষ্যকাররাও রসিকতা করে বলেন, প্রেমাদাসায় মাঠে সাপ ঢুকে পড়া যেন এখন নতুন কিছু নয়!

প্রেমাদাসা স্টেডিয়ামে এর আগেও এমন ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার মাটিতে সাপের আগমন যেন এক প্রকার 'অভ্যাসে' পরিণত হয়েছে। বুধবারও তার ব্যতিক্রম হলো না।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ২৯ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক চরিথ আসালাঙ্কা। একাই লড়াই করে তিনি খেলেন অনবদ্য ১০৬ রানের ইনিংস। তার এই সেঞ্চুরির ওপর ভর করেই শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ২৪৪ রানে অলআউট হয়।

বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তাসকিন ৪টি এবং তানজিম ৩টি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে বাংলাদেশের দুই ওপেনারই শুরুতে আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালান। যদিও অভিষিক্ত পারভেজ হোসেন ইমন আউট হয়ে ফিরে যান দ্রুত, কিন্তু তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তের জুটিতে দৃঢ় ভিত গড়ছে বাংলাদেশ।

মাঠের সাপের হঠাৎ উপস্থিতি যতই আলোচনায় আসুক, বাংলাদেশের খেলায় তার কোনো প্রভাব পড়েনি। বরং ব্যাট হাতে এগিয়ে চলা এই জুটি জয়ের স্বপ্ন আরও জাগিয়ে তুলছে সমর্থকদের মনে।

Read Entire Article