বাংলাদেশের লক্ষ্য সিরিজ, ব্যাটিং ছন্দ খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ

2 hours ago 3

মিরপুরের উইকেটে কিভাবে ব্যাট করতে হবে— এই প্রশ্নটা এখনো ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মনে। প্রথম ওয়ানডেতে মাত্র ৩৪০ রান উঠেছিল দুই ইনিংস মিলিয়ে (বাংলাদেশ ২০৭ ও ওয়েস্ট ইন্ডিজ ১৩৩)। তাই আজ মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচেও ব্যাটারদের দুশ্চিন্তা উইকেট। এই উইকেটে স্পিনাররাই বড় ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ তাদের ‘স্পিন-টু-উইন’ কৌশল আরও শক্ত করছে। দলে যুক্ত হয়েছে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাঁচটি উইকেট নিয়েছিলেন। তার সঙ্গে থাকছেন তানভির ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন— যিনি প্রথম ম্যাচে একাই ছয় উইকেট শিকার করেছিলেন।

তবে ব্যাটিংই এখন মূল চিন্তার বিষয়। প্রথম ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ২০৭। তাওহিদ হৃদয় করেছিলেন একমাত্র অর্ধশতক, আর নবাগত মাহিদুল ইসলাম করেন ৪৬ রান। দল এখনো অনেক বেশি ডট বল খেলছে এবং বাউন্ডারি তুলতে পারছে না। টপ অর্ডারে নিয়েও খুব বেশি স্বস্তিতে নেই বাংলাদেশ দল। দুই ওপেনার, নাজমুল শান্তরা ব্যাটিংয়ে এখনও হাত খুলতে পারছে না। সব মিলিয়ে বাংলাদেশ দলও ব্যাটিং নিয়ে রয়েছে দুশ্চিন্তায়।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে গুটিয়ে গিয়েছিল মাত্র ১৩৩ রানে। ব্র্যান্ডন কিং ও এলিক আথানেজ স্পিনারদের মোকাবিলা করতে গিয়ে রিশাদের শিকার হন, এরপর ধস নামে। অভিজ্ঞ শাই হোপ ও রোস্টন চেজও টিকতে পারেননি।

তবে বোলাররা মোটামুটি লড়াই করেছেন। জাইডেন সিলস নেন তিনটি উইকেট, আর খ্যারি পিয়েরে পাঁচ বছর পর দলে ফিরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। রস্টোন চেজ ও গুদাকেশ মোতিকেও এখন উইকেট তুলে নিতে হবে, বিশেষ করে এই ধীর পিচে।

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন প্রথম ম্যাচে ব্যাট ও বলে নায়ক হয়ে উঠেছিলেন। ৬ উইকেট আর ২৬ রানের ইনিংস— দল তার কাছ থেকে এমনই অলরাউন্ড পারফরম্যান্সই আশা করছে দ্বিতীয় ম্যাচেও। আবার ব্র্যান্ডন কিংও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের আশার নাম। ৪৪ রানে সেট হয়েও আউট হয়ে গিয়েছিলেন, এবার হয়তো আরও দীর্ঘ ইনিংস খেলতে পারবেন তিনি।

সম্ভাব্য একাদশ (বাংলাদেশ)

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অংকন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দলে শামার জোসেফ ও জেদিয়াহ ব্লেডস চোটে ছিটকে গেছেন। তাদের জায়গায় দলে যুক্ত হয়েছেন আকিল হোসেইন ও র‍্যামন সাইমন্ডস।

সম্ভাব্য একাদশ (ওয়েস্ট ইন্ডিজ)

ব্রেন্ডন কিং, এলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক, উইকেটকিপার), শেরফানে রাদারফোর্ড, রস্টোন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রিভস, রোমারিও শেফার্ড, খ্যারি পিয়েরে, জাইডেন সিলস।

আইএইচএস/

Read Entire Article