বাংলাদেশের সব জায়গায় নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা আন্দোলন করেছিলাম, আমরা বিপ্লব করেছিলাম। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা লক্ষ করছি ভোটের অধিকার বাদ দিয়ে কতিপয় উপদেষ্টা নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছিল। ড. ইউনূস নির্বাচন কমিশন গঠন করেছেন। আমরা এই নির্বাচনে অগ্রিম সাধুবাদ জানাতে পারছি না। আগে আমরা এই নির্বাচন কমিশনের কার্যক্রম দেখব- তারপর সিদ্ধান্ত নেব।
হেলাল বলেন, বিএনপি কোনো চাঁদাবাজ, দখলবাজ সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না। পতিত দলের নেতাকর্মীরা গিরগিটির মতো রং বদলে বিএনপিতে যোগ দিতে চায়। সবাইকে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি। আমরা তাই শ্রিফলতলা থেকে আহ্বান জানাতে চাই, যেসব ঘাপটি মারা শক্তি বাংলাদেশে আঘাত হানতে চান তাদের শিক্ষা দিতে বিএনপি প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল সে এখন দিল্লিতে। আর বেগম খালেদা এখন বাংলাদেশের সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বেগম খালেদা জিয়া। তিনি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে আপসহীন ব্যক্তিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিতি পেয়েছেন।
শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বকুলের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন-ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদার, বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, মোল্লা খাইরুল আলম, এনামুল হক সজল, আহ্বায়ক, রূপসা থানা বিএনপির মোল্লা সাইফুল রহমান, রূপসা থানা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, এসএম শামীম কবির, জিএম কামরুজ্জামান টুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, জেলা তাঁতি দল সদস্য সচিব মাহমুদুর আলম লোটাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, বিএনপি নেতা কবির মোল্যা, বাশির আহম্মেদ মোল্যা, উপজেলা যুবদল আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রুবেল মীর, ইউনিয়ন বিএনপি নেতা আ. মালেক শেখ, খান আনোয়ার হোসেন, কবির শেখ, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান জিয়াউল ইসলাম, মাহাতাব হোসেন, ইলিয়াস হোসেন মল্লিক, হাকিম কাজী, হাফেজ জাহিদুল ইসলাম, খায়রুল ইসলাম খোকন, মুন্না সরদার, খান আলিম হাসান, মর্জিনা বেগম, লতা বেগম, জহিরুল হক শারাদ, খন্দকার ইমরান হোসেন, রাতুল কাজী প্রমুখ।